দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকার টুলটুলিপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে গুরুতর জখম হয়েছে অন্তত ১০থেকে ১৫ জন যাত্রী।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম জানান, গত মঙ্গলবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী “মা” এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী কোচ পঞ্চগড় থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের চালক মোঃ আকরাম হোসেন (৩২) ও অপর একজন মোছাঃ জান্নাতী আক্তার নিহত হয়েছে।
তিনি আরও বলেন,ক্ষতিগ্রস্ত ট্রাক এবং বাসটিকে উদ্ধার করে রাস্তা চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক চালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং অপর জনের মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে ।