Top

টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

২৩ জুলাই, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল জেলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই প্রকট আকার ধারণ করছে। গত ২৪ ঘন্টায় ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

তিনি জানান, গেল ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, দেলদুয়ার উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন এবং মধুপুর উপজেলায় ১ জন। তারা স্থানীয় হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলাতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার