Top
সর্বশেষ

বজ্রপাতে আহত সেই শিক্ষার্থীদের দেখা দিয়েছে শ্বাসকষ্ট

২৫ জুলাই, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ
বজ্রপাতে আহত সেই শিক্ষার্থীদের দেখা দিয়েছে শ্বাসকষ্ট
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বজ্রপাতে আহত ৯ শিক্ষার্থীর দেখা দিয়েছে শ্বাসকষ্ট। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ৮ শিক্ষার্থীকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান। এর আগে গত সোমবার দুপুরের দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় ক্লাস চলাকালীন সময়ে এ বজ্রপাতের এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে দুপুরেই রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীরা হলো আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।

চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মানিক মিয়া বলেন, আহত শিক্ষার্থীরা তো সারাদিন ভালোই ছিল। সন্ধ্যার পর থেকে কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দিলে এখানকার চিকিৎসকরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এখন পর্যন্ত সবাই ভালো আছে।

রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত শিক্ষার্থীরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো ছিলো। চলাফেরা খাওয়া দাওয়া সবকিছুই করেছে। সন্ধ্যার পর থেকে তাদের কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দিলে আমরা ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৯ জনের মধ্যে ৮ জন শিক্ষার্থীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করি। আর একজন ছাত্র আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেই আছে।

শেয়ার