মৎস্য সপ্তাহ উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত হচ্ছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর।
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। এরপর নগরীর ক্রিকেট গার্ডেনস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। টাউন হলে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মানিক। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে আমিষের চাহিদা মেটাতে মৎসজীবীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মাছ শুধু আমরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সচল করতে হবে। এছাড়াও আমরা মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের বেকারত্ব দূর করতে পারব।