Top
সর্বশেষ

ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও মজুদের দায়ে দুই ফার্মেসীকে জরিমানা

৩০ জুলাই, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও মজুদের দায়ে দুই ফার্মেসীকে জরিমানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ :

ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রি করার দায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় দুই ফার্মেসী ও বিধিমালা লঙ্ঘন করায় একটি স’মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাকেরহাট ও টংগুয়া বাজারে এই অভিযান পৃথক পৃথকভাবে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকেরহাট বাজারের ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রি করার দায়ে এ এফ আর ফার্মেসী ও টংগুয়া বাজারে ফারুক ফার্মেসীতে ৫ হাজার টাকা করে ও বিধিমালা লঙ্ঘন করায় একটি স’মিল ও ১টি ঔষধের দোকানের লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও আইন মান্য করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এই ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার