ঐতিহাসিক রংপুর বিভাগীয় জেলা স্কুল মাঠের জনসভা সফল করতে ব্যাপক শোডাউন করেছেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ। নেতাকর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে টি-শার্ট ও ক্যাপ পরে জনসভাস্থলে আসেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন শ্রেণির নেতা কর্মীরা।
এসময় নীলফামারী জেলার আওতাধীন ছয় থানার কর্মী-সমর্থকরা বাদ্যের তালে তালে মুহুর্মুহু স্লোগান দিয়ে শ্বশুরবাড়িতে স্বাগতম জানান জননেত্রী শেখ হাসিনাকে।
নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই রংপুর বিভাগের আট জেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা জনসভাস্থলে পৌঁছে যান। জনসভাস্থলে আগে পৌঁছানোর প্রতিযোগিতা ছিল সবার মধ্যে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাসের যেন কোন কমতি ছিল না। উৎসবের আমজে মাতোয়ারা ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সাধারণ আমজনতা।
এ সময় নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বলেন, বিএনপি আবারো সেই আগুনসন্ত্রাসী ও জ্বালাও পোড়াও করে তাদের নোংরামি রাজনীতি করার পরিকল্পনা করছে। আবারো আগুনে পুড়িয়ে মানুষ হত্যার পরিকল্পনা করছে। মানুষের জান মালের ক্ষতি করার অশুভ শক্তিতে মেতেছে।
কোনওভাবেই অগ্নিসন্ত্রাসী ও জঙ্গিদের ছাড় দেওয়া হবে না।’ বিএনপির নেতা-কর্মীদের ঠেকাতে। নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ এর আগেও তাদের মোকাবেলা করেছে এবং সামনের দিনেও মোকাবেলা করবে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম বলেন, দেশে গতানুগতিক যে উন্নয়ন দরকার তার চেয়েও বেশি উন্নয়ন করছে আওয়ামী লীগ সরকার। মঙ্গা খেত রংপুর, তথা আট জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে। এর আগে এত উন্নয়ন কেউ করতে পারেনি। এত উন্নয়ন বঙ্গবন্ধু কন্যার দ্বারাই সম্ভব।
স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপন বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা মানে উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি জামায়াতের নোংরামি রাজনীতিকে প্রতিহত করতে হবে। আগুনসন্ত্রাস ও জ্বালাও পোরাও ঠেকাতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে নাশকতাকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে নেতাকর্মীদের।