Top
সর্বশেষ

কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে

১৬ আগস্ট, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। গত মঙ্গলবার দিবাগত রাতে তিস্তা নদীর পানি ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলের দিকে ১৭ সেন্টিমিটার পানি কমে গিয়ে গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, কালকের মধ্যে পানি নেমে যেতে পারে। এই মুহূর্তে বন্যা হওয়ার সম্ভাবনা কম।

এদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় জেলায় ৪৮৫ হেক্টর আমন ফসল ও ৫০ হেক্টর সবজি পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের তেমন কোন ক্ষতি হবে না বলে জানিয়েছেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত। কুড়িগ্রামে অন্যান্য নদ-নদীর পানিগুলো বিপদসীমার নীচে অবস্থান করছে।

শেয়ার