কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৮০পিস ইয়াবাসহ আব্দুল করিম (৫০) ও নাজমুল ইসলাম (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নাগেশ্বরী পৌরসভার হিরার খামার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার সাব ইন্সপেক্টর আবু শাহীনের নেতৃত্বে একটি পুলিশের বিশেষ টিম পৌরসভায় অভিযান পরিচালনা করে। এসময় হিরার খামার গ্রামে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ওই গ্রামের মাদক কারবারি আব্দুল করিম ও পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় এলাকার অপর মাদক কারবারি নাজমুল ইসলামকে হাতেনাতে মাদকসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, আটককৃতদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।