Top
সর্বশেষ

পরীক্ষার হলে ঢুকতেই কলম ও পানির বোতল পেল শিক্ষার্থীরা

১৭ আগস্ট, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
পরীক্ষার হলে ঢুকতেই কলম ও পানির বোতল পেল শিক্ষার্থীরা
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানির বোতল তুলে দিল জেলা ও কলেজ ছাত্রলীগের ছেলেরা। বৃহস্পতিবার সকালে কলেজ গেটে কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ সভাপতি ফিরোজ শাহী, কলেজ ছাত্রলীগের সভাপতি রাব্বী ও সাধারণ সম্পাদক গাদ্দাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ জানান, মানবিক কাজের অংশ হিসেবে ১ হাজার পরীক্ষার্থীকে কলম ও পানির বোতল তুলে দেয়া হয়েছে। যাতে পরীক্ষার পর ক্লান্তি দূর করতে তারা পানি পান করতে পারে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন জানান, এটি একটি মহতী উদ্যোগ। আমি তাদেরকে সাধুবাদ জানাই। বৃহস্পতিবার বাংলা প্রথম পেপারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৮২৪জন পরীক্ষার্থীর মধ্যে ৮১৮জন অংশ নিয়েছে। বাকী ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শেয়ার