Top

দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

২২ ফেব্রুয়ারি, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে। ফান্ডটি ১৬১ বারে ১ লাখ ১৪ হাজার ৭৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মীর আখতারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮৫৯ বারে ৮ লাখ ৮৭ হাজার ৮২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯১  লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা রবি আজিয়াটার শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি  ১০ হাজার ৫২৩ বারে ৯৫ লাখ ৮ হাজার ৭৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- জুট স্পিনার্সের ৬ দশমিক ২১ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬০ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৫ দশমিক ৫৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৪ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪০ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩ শতাংশ ও লাভেলো আইসক্রীমের শেয়ার দর ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে।

শেয়ার