Top
সর্বশেষ

অনুমতি ছাড়াই একুশের নামে শাখা পরিচালনার অভিযোগ

২২ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
অনুমতি ছাড়াই একুশের নামে শাখা পরিচালনার অভিযোগ

একুশ ল্যাঙ্গুয়েজ এন্ড আইটি ইন্সটিটিউটের নামে বগুড়া ও নওগায় শাখা খোলার অভিযোগ উঠেছে। বগুড়া কারমাইকেল রোড ও নওগাঁ সদর থানা রোডে একুশ ল্যাঙ্গুয়েজ এন্ড আইটি ইন্সটিটিউটের কোন শাখা নেই।

কতিপয় কিছু ব্যক্তি একুশ ল্যাঙ্গুয়েজ এন্ড আইটি ইনস্টিটিউের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার লক্ষ্যে। শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হুবহু ব্যবহার করে।

উক্ত প্রতিষ্ঠানটির সাথে একুশ ল্যাঙ্গুয়েজ সেন্টার এন্ড আইটি ইনস্টিটিউট ফার্মগেট শাখার সাথে কোন সংশ্লিষ্টতা নেই।

এই বিষয়ে একুশ ল্যাঙ্গুয়েজ এন্ড আইটি ইনস্টিটিউটের চেয়ারম্যান জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমার প্রতিষ্ঠানটি ২০২১ সালে ঢাকার-১৩১/ বি গ্রীন রোড জাহানারা গার্ডেনে সুনামের সাথে পরিচালনা করে আসছি। একটি প্রতারক চক্র আমার প্রতিষ্ঠানের সুনাম, সাফল্য ও ভাবমূর্তি নষ্ট করার জন্য বগুড়া ও নওগাঁ অন্যায় ভাবে প্রতিষ্ঠান খুলে বসে।

বগুড়া ও নওগাঁর প্রতিষ্ঠানের সাথে আমার ও একুশের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। ইতিমধ্যে প্রতারক চক্রের নামে শেরেবাংলা নগর থানায় অভিযোগ (জিডি নং ১৭৮৭) করেছি।

উক্ত বগুড়া ও নওগাঁ শাখার সাথে যদি কোন ব্যক্তি বা শিক্ষার্থীর আর্থিক লেনদন থাকলে একুশ ল্যাঙ্গুয়েজ এন্ড আইটি ইনস্টিটিউটের ফার্মগেট শাখা কোন ধরনের দায়ভার গ্রহণ করবে না।

শেয়ার