Top

২০২৩ সালে আকরিক লোহার দাম বেড়েছে ৫৫.১ শতাংশ

০১ জানুয়ারি, ২০২৪ ৯:৪৭ পূর্বাহ্ণ
২০২৩ সালে আকরিক লোহার দাম বেড়েছে ৫৫.১ শতাংশ

সদ্য বিদায়ী ২০২৩ সালে চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) আকরিক লোহার দাম বেড়েছে ৫৫ দশমিক ১ শতাংশ। এ মূল্যবৃদ্ধি নির্মাণ খাতে চীনের প্রণোদনামূলক পদক্ষেপ প্রভাবক হিসেবে কাজ করেছে। ফিউচার মার্কেটে গত বছরের শেষ কার্যদিবসে ধাতুটির দাম বেড়েছে। এর আগে টানা দুদিন নিম্নমুখী ছিল আকরিক লোহার বাজার। খবর বিজনেস রেকর্ডার।

ডিসিইতে সর্বাধিক বিক্রীত মে মাসে সরবরাহ চুক্তিতে ২০২৩ সালের শেষ কার্যদিবসে ধাতুটির দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টন বিক্রি হয়েছে ৯৭৩ দশমিক ৫ ইউয়ানে বা ১৩৭ ডলার ৩১ সেন্টে। ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচ মাস ঊর্ধ্বমুখিতায় পার করেছে ধাতুটির বাজার। এর মধ্যে গত মাসেই বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।

একই সময়ে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১৩৭ ডলার ২৪ সেন্টে। সিঙ্গাপুর এক্সচেঞ্জেও টানা পাঁচ ধরে ধাতুটির দাম বেড়েছে এবং ডিসেম্বরে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এক্সচেঞ্জটিতে ২০২৩ সালে আকরিক লোহার দাম বেড়েছে ২৬ দশমিক ৪ শতাংশ।

এনজে

শেয়ার