Top

ব্লক মার্কেটে লেনদেন ৬৬ কোটি টাকার

১৬ জানুয়ারি, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৬৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯১টি  কোম্পানির মোট ৬৬ কোটি ৭১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ওয়ালটনের ৯ কোটি ৮২ লাখ ৩০ হাজার, দ্বিতীয় স্থানে সী পার্ল রিসোর্টের ৭ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ও তৃতীয় স্থানে বেক্সিমকোর ৭ কোটি ৮ লাখ ৯১ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-একমি পেস্টিসাইডের ৪ কোটি ৮৩ লাখ ৬১ হাজার, একমি ল্যাবরটরিজের ৪ কোটি ৭৮ লাখ ২১ হাজার, ওরিয়ন ফার্মার ৩ কোটি ৩১ লাখ ১৬ হাজার, খান ব্রাদার্সের ২ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার, প্রাইম ব্যাংকের ২ কোটি ২ লাখ ৯২ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৭১ লাখ ১৯ হাজার এবং বীচ হ্যাচারি লিমিটেডের ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/এসকেএস

শেয়ার