Top

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

১৭ জানুয়ারি, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ৭৭৫ বারে ১৭ লাখ ৫০ হাজার ৮৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৩৫৭ বারে ১৭ লাখ ৬৫ হাজার ৯০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৬ কোটি ৪১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৫৫ বারে ২২ হাজার ৩৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই এ্যালুমিনিয়ামের ৬ দশমিক ৬৭ শতাংশ, জিকিউ বলপেনের ৬ দশমিক ২৬ শতাংশ, এডিএন টেলিকমের ৫ দশমিক ৮২ শতাংশ, বীচ হ্যাচারির ৫ দশমিক ৪৩ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৪ দশমিক ৭১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৩৩ শতাংশ এবং সী পার্ল বীচের ৪ দশমিক ১৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/এসকেএস

শেয়ার