Top

সূচকের পতনে সপ্তাহ শেষ

১৮ জানুয়ারি, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
সূচকের পতনে সপ্তাহ শেষ
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৩৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, দর কমেছে ১১১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭২ টির।

ডিএসইতে ৬৩৭ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২২ কোটি ৯৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৬০ কোটি ৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০৬ পয়েন্টে।

সিএসইতে ১৬৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৮ টির দর বেড়েছে, কমেছে ৬৬ টির এবং ৬৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/এসকেএস

শেয়ার