নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকার বলছে, আমাদের চীন ও রাশিয়া সমর্থন করেছে। আমাদেরকে ইউরোপ, আমেরিকা এবং জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে। এগুলো ভুয়া। ভোট যে রকম ভুয়া, এই (অভিনন্দন) দাবিগুলোও ভুয়া।
রাজধানীর বিজয়নগরে মঙ্গলবার দুপুরে নাগরিক ঐক্যের উদ্যোগে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বেলা সাড়ে ১১টায় ‘প্রহসনের নির্বাচন মানি না, গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ শীর্ষক এই কর্মসূচি পালিত হয়।
এদিন টেবিলে বিছানো কাপড়ে সর্বস্তরের মানুষজন ৭ জানুয়ারির ভোটের বিরুদ্ধে স্বাক্ষর করেন। কর্মসূচি চতুর্থ দিনে শুরুর পর বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তব্যের মাঝে মাঝে গণসংগীত পরিবেশন করা হয়।
তিনি বলেন, ৭ জানুয়ারি ফোর টুয়েন্টির নির্বাচন করেছে। সরকার বলে না তো। তারা বলে, আমাদেরকে অভিনন্দন পাঠায়। আমাদেরকে শুভেচ্ছা পাঠায়। তারা বলছেন, আমাদের চীন ও রাশিয়া সমর্থন করেছে। আমাদেরকে ভারত এসে অভিনন্দন জানিয়েছে। ঠিক আছে যখন বলেছেন তখন না হয় মানলাম। কিন্তু বলতে বলতে যখন সাগর পার করে দিয়েছেন, আমাদেরকে ইউরোপ, আমেরিকা এবং জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে। এগুলো ভুয়া। ভোট যে রকম ভুয়া, এই দাবিগুলোও ভুয়া।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপ ও আমেরিকাসহ যে সমস্ত দেশের সম্পর্ক আছে তারা ব্যবসা-বাণিজ্য করে। তারা যদি বলে এই সরকারকে মানি না, তাহলে তো সরকার বলবে- তুমি যে আমার কাছে টাকা পাও সেই টাকা দিবো না। কারণ তুমি তো আমাকেই মানো না। কাজেই কোন দেশ বলবে না যে, তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না। বলবে ভোট খারাপ, তুমিও খারাপ। কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখতে হবে। গতকালও আমেরিকা বলেছে, এই ভোট ভালো হয়নি।
মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
এম জি