Top

জাতীয় পার্টি থেকে জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার 

২৮ জানুয়ারি, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
জাতীয় পার্টি থেকে জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার 

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করেছেন।

রবিবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসায় এক সভায় এই ঘোষণা দেন তিনি।

সেই সঙ্গে রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে ঘোষণা দিয়েছেন।

এসময় রওশন এরশাদ দলের বহিষ্কার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারও করেন তিনি।

বিএইচ

শেয়ার