সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১৩ বারে ২ হাজার ২১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৪৯ বারে ১৯ হাজার ৩০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এস্কয়ার নিটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ২৬৯ বারে ২ লাখ ৩৩ হাজার ২০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু ফেব্রিক্সের ৯.০২ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৮.০৬ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৬.৩০ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৫.৬৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৫.৪৮ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৯১ শতাংশ এবং একটিভ ফাইনের ৪.১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস