Top

একযোগে এনবিআরের ১২৯ কর কর্মকর্তার বদলি

২৭ নভেম্বর, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
একযোগে এনবিআরের ১২৯ কর কর্মকর্তার বদলি
নিজস্ব প্রতিবেদক :

আয়কর বিভাগের উপ-কর কমিশনার ও যুগ্ম কর কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। প্রতিষ্ঠানটি এসব পদে ৫৭ জন উপ-কর কমিশনার ও ৭২ জন যুগ্ম কর কমিশনারকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করেছে।

এনবিআর থেকে জারি করা পৃথক পৃথক আদেশে তাদেরকে এনবিআরের প্রধান কার্যালয় ও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহসহ বিভিন্ন কর অফিসে বদলি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বদলির আদেশে তাদেরকে অবিলম্বে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার