Top

ক্রেডিট কার্ড: দেশে বিদেশিদের লেনদেন বেড়েছে ৫৭ শতাংশ

১৭ জানুয়ারি, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
ক্রেডিট কার্ড: দেশে বিদেশিদের লেনদেন বেড়েছে ৫৭ শতাংশ
অর্থনৈতিক প্রতিবেদক :

গত সেপ্টেম্বর এবং অক্টোবরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বাড়লেও পরের মাস নভেম্বরে কমেছে। দেশের ভেতর এবং বাইরে কমেছে লেনদেন। তবে দেশে বিদেশিদের কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে। নভেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া দেশের বাইরে কমেছে ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর বাংলাদেশে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ৫৬ দশমিক ৯৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরে দেশের ভেতর ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি টাকা। আর এর পরের মাস নভেম্বরে হয়েছে ২ হাজার ৭৯৩ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বরে কার্ডে লেনদেন কমেছে ৭৩ কোটি টাকা।

এর মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি, খুচরা দোকানে ৪০৬ কোটি, ইউটিলিটি বাবদ ২৪৬ কোটি, নগদ উত্তোলন ১৯৬ কোটি, ফার্মেসিতে ১৬৪ কোটি, কাপড় কেনায় ১৪৮ কোটি, ফান্ড স্থানান্তর ৭৫ কোটি, পরিবহনে ৯৮ কোটি, বিজনেস সার্ভিস ৫৭ কোটি, প্রফেশনাল সার্ভিস ২১ কোটি ও সরকারি সেবায় ৪৩ কোটি টাকা।

এছাড়া, দেশের ভেতর নভেম্বরে ভিসা কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ১ হাজার ৯৭৮ কোটি টাকা, মাস্টার কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ৫১৫ কোটি টাকা, অ্যামেক্সের মাধ্যমে খরচ হয়েছে ২৯৫ কোটি টাকা, ডিনার্সের মাধ্যমে খরচ হয়েছে ২ কোটি টাকা ও কিউক্যাশ প্রোপ্রাইটরের মধ্যে খরচ হয়েছে ১ কোটি টাকা।

সারা বিশ্বেই দিন দিন জনপ্রিয় হচ্ছে এই মাধ্যমটি। ২০২৭ সালের মধ্যে দেশে সামগ্রিক লেনদেনের তিন-চতুর্থাংশ ক্যাশলেস করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল এবং নন-ফাইন্যান্সিয়াল ব্যাংক বিভিন্ন অ্যাপ এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করছে। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি ও ডিজিটাল করার জন্য কার্ড অনস্বীকার্য। ক্যাশ রিসাইক্লিং মেশিনে (সিআরএম) রেকর্ড টাকা লেনদেন হচ্ছে। পয়েন্ট অব সেলসের (পিওএস) মাধ্যমেও মানুষ আগের চেয়ে বেশি কেনাকাটা করছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, গত নভেম্বরে মাসে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৪৩১ কোটি টাকা। যেটা অক্টোবরে ছিল ৪৯৮ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বর মাসে কমেছে ৬৭ কোটি টাকা।

বিদেশে খরচের মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১২৫ কোটি, খুচরা দোকানে ৭৬ কোটি, নগদ উত্তোলন ২০ কোটি টাকা, ফার্মেসিতে ৪৫ কোটি টাকা, কাপড় কেনায় ৩৪ কোটি টাকা, পরিবহনে ৩৯ কোটি টাকা, ব্যবসায় সেবা বাবদ ৩১ কোটি টাকা, সরকারি সেবায় ২০ কোটি টাকা, প্রফেশনাল সার্ভিস ২৪ কোটি টাকা ও ইউটিলিটি বাবদ ১৩ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন যুক্তরাষ্টে ৬৮ কোটি টাকা। এর পর ভারতে ৪৭ কোটি টাকা ও থাইল্যান্ডে ৪৬ কোটি টাকা। এই তিন দেশের পর বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের বেশি ব্যবহার করেছেন সিঙ্গাপুরে ৩৮ কোটি, যুক্তরাজ্যে ৩৪ কোটি ও ইইউএইতে ১৫ কোটি টাকা। এছাড়া, কানাডায় ২০ কোটি, সৌদিতে ২০ কোটি, মালয়েশিয়ায় ২৫ কোটি, আয়ারল্যান্ডে ১২ কোটি, অস্ট্রলিয়ায় ১২ কোটি ও অন্যান্য দেশে ৭১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২০২ কোটি টাকা। এর আগের মাস অক্টোবরে যেটা ছিল ১২৯ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বরে বেড়েছে ৭৩ কোটি টাকা।

বিদেশি নাগরিকদের মধ্যে মার্কিন নাগরিকরা খরচ করেছে ৫৪ কোটি টাকা, যুক্তরাজ্যের নাগরিকরা খরচ করেছে ১৯ কোটি, ভারতের নাগরিকরা খরচ করেছে ১৯ কোটি, অস্ট্রলিয়ানরা খরচ করেছে ৭ কোটি, কানাডার নাগরিকরা খরচ করেছে ৪ কোটি, সিঙ্গাপুরের নাগরিকরা খরচ করেছে ৬ কোটি, জাপানিরা খরচ করেছে ৫ কোটি, ইউএই’র নাগরিকরা খরচ করেছে ৬ কোটি, চীনারা খরচ করেছে ৬ কোটি এবং অন্যান্য দেশের নাগরিকরা খরচ করেছে ৫৩ কোটি টাকা

এম জি

শেয়ার