Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

বিএসইসির চেয়ারম্যানের মায়ের জন্য দোয়া ২১শে ফেব্রুয়ারি

১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
বিএসইসির চেয়ারম্যানের মায়ের জন্য দোয়া ২১শে ফেব্রুয়ারি

বিশিষ্ট কন্ঠশিল্পী হাসিনা মমতাজের রুহের মাগফেরাতের জন্য আগামী ২১শে ফেব্রুয়ারি দোয়ার আয়োজন করেছে তার পরিবার। ওই দিন বাদ আসর ধানমণ্ডি ঈদগাহ মসজিদে ( মহিলাদের ঊনার বাসায়) এ দোয়া করা হবে। গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় এর অধ্যাপক এবং বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২১শে ফেব্রুয়ারি মরহুমের রুহের মাগফেরাতের জন্য এক দোয়া মাহফুলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কুলখানি অনুষ্ঠানে পুরুষদের জন্য ধানমন্ডির ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য ধানমণ্ডির বাসায় আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, হাসিনা মমতাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন। ঢাবি থেকে অধ্যয়ন সম্পন্ন করে ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন হাসিনা মমতাজ। ৬৯ ও ৭১ সালে সংগীতের মাধ্যমে তিনি ব্যাপক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। তিনি সংগীতে বিশেষ অবদানের জন্য শিলপকলা একাডেমি পুরস্কার পেয়েছেন। উনার স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক।

শেয়ার