Top

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ। ইতিহাসে এই প্রথম কোনো নারী মুখ্যমন্ত্রী পেল পাকিস্তান।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি। স্পিকার মালিক আহমেদ খান এ ঘোষণা দেন।

সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব প্রাদেশিক পরিষদে আজ মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। পিএমএল-এন মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। ভোটে মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে মরিয়ম বলেন, রাজনীতিকের যাত্রাপথে আমি গ্রেফতার হয়েছি। আমার বাবা গ্রেফতার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার জন্য এসব কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এসবের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। তবে এরপরও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।

সূত্র: দ্য ডন

বিএইচ

শেয়ার