Top
সর্বশেষ

সামনের নির্বাচন জাতীয় পার্টির জন্য পরীক্ষা: চুন্নু

২৩ অক্টোবর, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
সামনের নির্বাচন জাতীয় পার্টির জন্য পরীক্ষা: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সামনের নির্বাচন দলের জন্য পরীক্ষা। আগামী নির্বাচনে মানুষের কাছে যেতে চায় জাপা। বিদ্যমান আইনে নির্বাচন হলে, শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনার কথাও বলেন তিনি।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে উপজেলা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

জাপা মহাসচিব বলেন, কেউ চাইলেও জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে পারবে না। কারো কথায় নয়, জাতীয় পার্টিকে প্রত্যাখান যদি কেউ করে, সেট দেশের জনগণ।

সংবিধানের যে ধারার কারণে প্রধানমন্ত্রী, ক্ষমতাসীনরা স্বৈরাচার হয়ে যায়, সেই সমস্ত ধারা সংশোধনের দাবিও জানান মুজিবুল হক চুন্নু। বলেন, নির্বাচনের সময় প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী ইসির কথা না শুনলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা যেন নিতে পারে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই আইন করতে হবে।

এম জি

শেয়ার