সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৬৮ বারে ৫ লাখ ৩৭ হাজার ৮৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এসইএমএল লেকচার ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ। ফান্ডটি ৭৭৫ বারে ৫৮ লাখ ১৪ হাজার ৫০৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০৬ শতাংশ। কোম্পানিটি ১৮৪ বারে ১২ লাখ ৮৮ হাজার ৭৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইটি কনসালটেন্টের ৬.১১ শতাংশ, এবি ব্যাংকের ৫.৬১ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজের ৪.৮৬ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৪.৫৯ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৪.৪৮ শতাংশ, জেমিনি সি ফুডের ৪.১৮ শতাংশ এবং ইউনিক হোটেলের ৩.৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস