অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলার কিশোরীরা।
মঙ্গলবার (৫ মার্চ) ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আলপি আক্তার। তার গোলেই এগিয়ে যায় লাল-সবুজরা।
বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা ফেরায় ভারত। ম্যাচের ৫৫ মিনিটে আনুশকা কুমারি গোল করে দলকে সমতায় ফেরান।
এরপর ম্যাচের ৭৯ মিনিটে গোল করে বাংলাদেশকে আবারও লিড এনে দেন আগের ম্যাচে জোড়া গোল করা সুরভী আকন্দ প্রীতি। মধ্যমাঠ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে লাল-সবুজ দলের মুখে আবারও হাসি ফিরিয়ে আনেন।
ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবার গোল করে দলের লিড বাড়িয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। অনন্যা মুরমুর কর্নারে গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি, বল চলে আসে পেছনে। সেখানে অন্য ডিফেন্ডারদের মাঝ থেকে অর্পিতা বিশ্বাস আলতো শটে জাল কাঁপান।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। শেষ ম্যাচে ৮ মার্চ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিএইচ