Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

মিডল্যান্ড ব্যাংক ও দ্যা স্টেট আইটি এর মধ্যে চুক্তি স্বাক্ষর

১৩ মার্চ, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
মিডল্যান্ড ব্যাংক ও দ্যা স্টেট আইটি এর মধ্যে চুক্তি স্বাক্ষর
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকার গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এবং দ্যা স্টেট আইটি-এর মধ্যে আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরীত হয়েছে।

দ্যা স্টেট আইটি একটি প্রথম শ্রেণীর ঠিকাদার প্রতিষ্ঠান, যারা বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বাংলাদেশ পুলিশ ইত্যাদির নেটওয়ার্ক বেস স্টেশন সরবরাহ ও ইনস্টলেশনের কাজে নিয়োজিত। কোম্পানিটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। তারা বিশ্বের বৃহত্তম নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুতকারক Hytera Communications Corporation Limited-এর স্থানীয় অংশীদার হিসেবেও কাজ করছে।

মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ জাভেদ তারেক খান এবং দ্যা স্টেট আইটি লিমিটেডের চেয়ারম্যান জনাব শুভ্র চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত সমঝোতা চুক্তির আওতায় দ্যা স্টেট আইটি তাদের প্রতিদিনের ব্যবসায়ীক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংক এর আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” এ্যাপ্লিকেশন ব্যবহার করবে।

মিডল্যান্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এফআরএমমুহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী  এবং দ্যা স্টেট আইটির গ্রুপ ডিরেক্টর সৌরভ চক্রবর্তীসহ উভয় সংস্থার অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসকেএস

শেয়ার