ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৯১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।
বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬৬ টাকা।
এছাড়া বৈঠকে গম, সার, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার।
অর্থ উপদেষ্টা বলেন, সরকার অত্যাবশকীয় পণ্যের প্রতি বেশি নজর দিচ্ছে। তাই এসব পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে।
বিএইচ