Top
সর্বশেষ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শিশুসহ নিহত ৮

১৮ মার্চ, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় শিশুসহ নিহত ৮

আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি বিমান হামলার ঘটনায় আটজন নিহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন শিশুও রয়েছে।

সোমবার (১৮ মার্চ) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে মুজাহিদ জানান, রাত ৩টার দিকে পাকিস্তানি বিমান পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত এবং পাকতিকা প্রদেশে বেসামরিক বাড়িগুলোতে বোমাবর্ষণ করে। এতে পাকতিকা প্রদেশে তিন নারী ও তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে।

তিনি আরও জানান, খোস্তে দুই নারী নিহত হয়েছেন। তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই বেপরোয়া পদক্ষেপ আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আক্রমণ।

এর আগে শনিবার (১৬ মার্চ) পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে একটি হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। সেনা নিহত হওয়ার ঘটনায় দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন।

সেনাদের জানাজায় অংশ নেওয়ার সময় তিনি বলেছিলেন, পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে কেউ আমাদের সীমানা, বাড়ি বা দেশে প্রবেশের চেষ্টা করলে বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালে আমরা তাদের কঠোর জবাব দেব। সে যেই হোক বা যে দেশেরই হোক না কেন।

২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে।

ইসলামাবাদ দাবি করেছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলেঅ প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।’

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

বিএইচ

শেয়ার