Top

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

২১ মার্চ, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। এর আগে তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। বুধবার (২০ মার্চ) দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী সুবিয়ান্তো। বিজয় ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান। এসময় নির্বাচন কমিশন এলাকার আশপাশে বিক্ষোভ করে পরাজিত দুই দলের সমর্থকরা। অগ্নিসংযোগ করে তারা। সহিংসতার আশঙ্কায় রাজধানী জাকার্তায় মোতায়েন করা হয় ৫ হাজার পুলিশ।

বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় গত মাসে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। বুথফেরত প্রাথমিক ফলাফলেই নিশ্চিত হয় সুবিয়ান্তোর বিজয়। অনিয়ম-দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী।

ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জিবরান রাকাবুমিং রাকা, যিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে তাকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই দুজনকেই গতমাসে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

তবে বুধবার (২০ মার্চ) সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, তারা ৯ কোটি ষাট লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন চেয়ারম্যান হাশিম আসিইয়ারি বলেন, ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে প্রথম রাউন্ডে নির্বাচিত হয়েছেন তারা এবং ২০ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জাকার্তার সাবেক গভর্নর আনিস বাসওয়েদান নির্বাচনে পেয়েছেন ২৪ দশমিক ৯ শতাংশ ভোট। এ ছাড়া জাভার সাবেক গভর্নর গানজার প্রানোয়ো পেয়েছেন ১৬ শতাংশের বেশি ভোট।

ইন্দোনেশিয়া ১৬ কোটি ৪০ লাখ ভোটারের এই নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোট প্রদান করা হয়।

বিএইচ

শেয়ার