সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৯৬ বারে ১৬ লাখ ৬ হাজার ৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১ হাজার ৭৪২ বারে ১ কোটি ৫৮ লাখ ৫২ হাজার ৯৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩১ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৪৫১ বারে ৯১ লাখ ১২ হাজার ৯৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- গোল্ডেন সনের ৪ দশমিক ৭৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৫৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৪ দশমিক ২৩ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪ দশমিক ০৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩ দশমিক ৯২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩ দশমিক ৮৮ শতাংশ ও তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৩ দশমিক ৫৭ শতাংশ কমেছে।