Top

রংপুরে চোরাই মোবাইলের মূলহোতাসহ গ্রেফতার-২

২৮ মার্চ, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
রংপুরে চোরাই মোবাইলের মূলহোতাসহ গ্রেফতার-২
রংপুর প্রতিনিধি :

চুরি হওয়া মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করা চক্রের মূল হোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা।

বুধবার রাতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে শুভ এক্সপার্ট কম্পিউটার টেলিকম ও মোবাইল সার্ভিসিং এর দোকান অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার ফরিদ আলীর ছেলে শাহাদত হোসাইন শুভ ও সুলতান মাহমুদ।

এসময় তাদের কাজ থেকে ৫টি ডিভাইস, ২২টি চোরাই মোবাইল, ১টি ল্যাপটপ, ৫টি হার্ডডিক্স এবং অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ উপ-পরিচালক মিডিয়া স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে ডিভাইস ও সফটওয়্যারের মাধ্যমে চুরি হওয়া মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসাবে বাজারে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সদস্যরা বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় সাইবার অপরাধরে মামলা করা হয়েছে।

এসকে

শেয়ার