ভারতীয় পণ্য বর্জন পলিটিক্যাল স্ট্যান্টবাজি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক পরবর্তী মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইদানীং ভারতীয় পণ্য বয়কটের যে প্রবণতা দেখা দিয়েছে, তাতে বিএনপিও সায় দিচ্ছে। কিন্তু ভারতীয় পণ্য বয়কট কেবলই একটি পলিটিক্যাল স্ট্যান্ট। এ ধরনের পরিকল্পনা হবে আত্মঘাতী।
রোহিঙ্গা ইস্যুতে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নির্বাচনের আগে এক সময় মিয়ানমার রাজি হলেও কিছু বিদেশি সংস্থা বাধা দেয়ায় তা স্থগিত হয়ে যায়। তবে দ্বিপাক্ষিকভাবে এ সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়।
এম জি