Top
সর্বশেষ

গাজায় হামাসের হামলায় ৯ ইসরায়েলি সেনা নিহত

০৭ এপ্রিল, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
গাজায় হামাসের হামলায় ৯ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকা সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিরোধের মুখে পড়েছে ইসায়েলি বাহিনী। গাজার উত্তরাঞ্চলে হামাসের হামলায় ৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি। তাদের দাবি, দামশানে তাদের হামলায় তিনটি ট্যাংক ও দুটি সামরিক গাড়ি বিধ্বস্ত হয়েছে।

হামাস জানিয়েছে, খান ইউনিসে তারা এই হামলা চালিয়েছে। এই সময় একটি ইসরায়েলি ড্রোনও ভূপাতিত করেছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় তাদের চারজন সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে একজন এলিট বাহিনীর স্কোয়াড কমান্ডার।

এখন পর্যন্ত মোট নিহত ইসায়েলি সেনার সংখ্যা ৬০৪ জন। ২৬ অক্টোবর থেকে স্থল অভিযান শুরুর পর থেকে মারা গেছে ২৬৮ জন সেনা।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

বিএইচ

শেয়ার