Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

গাজায় ইসরায়েলের বোমা হামলা, নিহত ১৫

২৭ এপ্রিল, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ
গাজায় ইসরায়েলের বোমা হামলা, নিহত ১৫

গাজায় খান ইউনিসের নুসেইরাত শরণার্থী শিবির এবং রাফায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

মধ্য গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে ভোরে ইসরায়েলি বোমা হামলায় শিশু ও নারীসহ আটজন নিহত হয়েছে।

এদিকে, রাফাহ শহরে ইসরায়েলি বোমা হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিনের পশ্চিমে সালেম সামরিক চেকপয়েন্টের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই তরুণ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর দিকে অগ্রসর হচ্ছে। এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশরসহ বিভিন্ন দেশ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সতর্কতা উচ্চারণ করেছে।

তবে এতে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই শহরে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩৪ হাজার ৩৫৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৩৬৮ জন।

এম জি

শেয়ার