নিজস্ব প্রতিবেদক
ভুয়া জন্মদিন উদযাপন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে এদিন খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী মো. হাফিজ হারুন অর রশিদ খান মিজান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগ এনে ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। পরের বছরের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান এ মামলার চার্জশিট দাখিল করেন। মামলায় ২০০১ সালে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে রাজাকার নেতাদের মন্ত্রী-এমপি বানানোর অভিযোগ আনা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে।
অন্যদিকে ভুয়া জন্মদিন উদযাপনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার একাধিক জন্মতারিখ উল্লেখ রয়েছে। তবুও তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে করে আসছেন।