Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

যুবলীগ নেতা জামাল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

১৩ মে, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
যুবলীগ নেতা জামাল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ১১, সিপিসি ২।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিলরী এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে মো. খন্দকার মফিজুর রহমান (৫২) ও একই উপজেলার আলকরা এলাকার নজির আহম্মদ এর ছেলে মো. রেজাউল করিম বাবলু (৪২)।

সোমবার (১৩ মে) সকালে কুমিল্লা নগরীর শাকতলায় র‍্যাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান র‍্যাব ১১, সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এর বিশেষ অভিযানে সোমবার (১৩ মে) রাতে কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকা হতে পলায়নকালে জামাল হত্যাকাণ্ডের ২ জন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জানুয়ারি চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে রাত আটটায় বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের পদুয়ায় সড়কের উপরে স্থানীয় চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় গত রবিবার (১২ মে) মামলাটি বিজ্ঞ আদালতের বিচারকার্য শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামিসহ ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন সাজা ও সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ৫ জনকে বেকসুর খালাস প্রদান করেন

এসকে

শেয়ার