Top

দর পতনের শীর্ষে ই-জেনারেশন

২০ মে, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে ই-জেনারেশন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৩৯ বারে ৩৬ লাখ ৬৭ হাজার ৪৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৪১ বারে ১ লাখ ২০ হাজার ১৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪১৪ বারে ৪৭ লাখ ৯৬ হাজার ৯২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৩৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রাইম ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ, এইচআর টেক্সটাইলের ২.৯৭ শতাংশ, জেমিনি সি ফুডের ২.৯৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৯৬ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৯৫ শতাংশ, ফরচুন সুজের ২.৯৪ শতাংশ এবং এপেক্স ফুডস লিমিটেডের ২.৯৪ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

শেয়ার