Top

আওয়ামী লীগের ইতিহাস অপকর্ম ও লুটপাটের: মির্জা ফখরুল

২৮ মে, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
আওয়ামী লীগের ইতিহাস অপকর্ম ও লুটপাটের: মির্জা ফখরুল

চারদিকে এখন শুধুই দুর্নীতির ছড়াছড়ি। আওয়ামী লীগের ইতিহাস অপকর্ম ও লুটপাটের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, বিনা ভোটে নির্বাচিত এমপিরা টাকার চাপে মারা পড়ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগেরই ছিল। সেটা ধ্বংস করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।

এখন দেশ বাঁচানোর লড়াই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই লড়াইয়ে পরাজিত হলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। সভায়, ঘূর্ণিঝড় রিমালে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল। এছাড়া গাজা ও রাফায় নারকীয় হত্যাকাণ্ডে শোক ও তীব্র নিন্দা জানান বিএনপির সিনিয়র এই নেতা।

এম জি

শেয়ার