Top

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৯ মে, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী

ঘূর্ণিঝড় রেমাল তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আগামীকাল বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার গমন উপলক্ষে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে তিনি কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষন দেবেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ২ হাজার মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেবেন। যেতে পারেন ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী এলাকা পরিদর্শনে।

এদিকে কলাপাড়া কলেজ মাঠ সাজানো হচ্ছে নতুন সাজে। প্রধানমন্ত্রীর আগমনের খবরে অনেকটা উচ্ছসিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে কলাপাড়া উপজেলা। মাঠে মোতায়েন করা হয়েছে ৩ হাজার পুলিশ সদস্যসহ র‍্যাব, সেনাবাহিনী, কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের।

এ বিষয় কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ জানান, ঘূর্ণিঝড় রেমাল তান্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা কলাপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ইতিমধ্যে সব বাহিনী কলাপাড়ায় পৌঁছে গেছে।

এম জি

শেয়ার