Top
সর্বশেষ

চুয়াডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

০৩ জুন, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় সামিউল ইসলাম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কেশবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সামিউল একই গ্রামের আইনাল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শিশু সামিউল সড়কের পাশে খেলছিল। এসময় মাটিভর্তি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা আরও জানান, আলমডাঙ্গার কেশবপুর গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে করে বহন করছিলো। তাদের নেই প্রশাসনিক কোনো অনুমোদন। এই মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

স্থানীয় হারদী ইউপি সদস্য মুনছুর আলী মুঠোফোনে জানান, ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মাটিকাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মাছের একটি প্রকল্পের জন্য মাটি কাটছিলাম।’ প্রশাসনিক কোনো অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি অনুমোদন নেই জানিয়ে ফোন কেটে দেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

এসকে

শেয়ার