Top

বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে মহাসড়কে যানচলাচল বন্ধ

১৪ জুন, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে মহাসড়কে যানচলাচল বন্ধ
কুমিল্লা প্রতিনিধি :

বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা।

শুক্রবার (১৪ জুন) সকালে মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা।

জানা গেছে, ওই এলাকার ডেনিম প্রসেসিং প্লান্ট নামে কারখানার শ্রমিকরা এই অবরোধ করছেন।

ডেনিম প্রসেসিং প্লান্টের কয়েকজন শ্রমিক জানান, গত দুই মাসের বকেয়া বেতনসহ ওভারটাইমের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে অবরোধে নেমেছেন তারা। এ সময় কয়েক হাজার শ্রমিককে একসঙ্গে মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে, প্রায় দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বেকায়দায় পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রীসহ জরুরি প্রয়োজনের যাত্রীরা।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবার বাহার মজুমদার বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। যানজট নিরসনে কাজ চলছে।

এসকে

শেয়ার