নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী ফারজানা আক্তারের (২২) মৃত্যুর ঘটনায় স্বামী জহিরুল ইসলাম ও তার পরকীয়া প্রেমিকা রিনা আক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার নিহতের বড় ভাই মো. খবির উদ্দিন বাদী হয়ে এ অভিযোগ দায়েরের পর আদালত কোম্পানীগঞ্জ থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন। শনিবার আদালতের নির্দেশনার আলোকে কোম্পানীগঞ্জ থানা হত্যা মামলাটি রেকর্ড করা হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী নিশ্চিত করেছেন।
মামলায় আসামীরা হলো, ভিকটিম ফারজানার স্বামী মো. জহিরুল ইসলাম জহির (২৯), দেবর মো. সাগর (২২), শাশুড়ি খালেদা খাতুন (৪৫), পরকীয়া প্রেমিকা প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (২৫) ও আবু তাহের প্রকাশ ফকিরসহ (২৩) অজ্ঞাতনামা আরও ৩-৪জন। নামোল্লখিত প্রথমোক্ত ৪জন উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরকলমী গ্রামের বাসিন্দা। অপর দু’আসামীর বাড়ী সুবর্ণচর উপজেলার ৯নং ওয়ার্ড চর বৈশাখি গ্রামে।
ভিকটিম গৃহবধু ফারজানা আক্তার চরএলাহী ইউনিয়নের চরকলমী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম জহিরের স্ত্রী ও সুবর্ণচর উপজেলার চরবৈশাখী গ্রামের বশির উল্যাহর মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম ফারজানা আক্তারের সাথে জহিরুল ইসলাম জহিরের ২০১৯ সালে বিয়ে হয়। জোনায়েদ নামে তাদের ৪ বছরে একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে কিছুদিন দাম্পত্য জীবন সুখে কাটলেও মামলার ৫নং আসামী প্রবাসীর স্ত্রী রিনা আক্তারের সাথে জহির পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার পর থেকে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। জহির বার বার যৌতুকের দাবীতে ফারজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এনিয়ে সামাজিক ভাবে কয়েকবার শালিস বৈঠক হয়।
ফারজানার সুখের কথা চিন্তা করে কয়েক দফায় তার বাবা বশির উল্যাহ জামাতা জহিরকে ৬ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালঙ্কার, নগদ ও হাওলাত হিসেবে দেয়। এসবের পরও রিনা আক্তারের সাথে পরকীয়া প্রেম থেকে সরে না আসায় স্ত্রী ফারজানার সাথে স্বামী জহিরের দাম্পত্য কলহ আরও চরমে ওঠে। এরই মধ্যে জহির তার স্ত্রী ফারজানাকে পিতার বাড়ী থেকে আরও ৫লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। না দিলে ফারজানাকে তালাক দিয়ে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকা রিনা আক্তারকে বিয়ে করবে বলে হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় ঘটনারদিন ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে ভিকটিম ফারজানা তার স্বামী জহিরের মুঠোফোনে পরকীয়া প্রেমিকা রিনা আক্তারের সাথে কথা বলতে দেখলে এবং ওই মুঠোফোনে জহির ও রিনার যুগল ছবি দেখে প্রতিবাদ করে। এরই জের ধরে একইদিন রাতে ভিকটিম ফারজানাকে জহিরসহ তার পরিবারের অন্যান্য লোকজন মারধর ও নির্যাতন করে হত্যা করে। পরে সংবাদ পেয়ে ভিকটিম ফারজানার বাবা বশির উল্যাহ ও ভাই খবির উদ্দিন ১৪জুন ভোরে ঘটনাস্থলে গিয়ে ফারজানার লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখে। খবির তাৎক্ষণিক ৯৯৯’এ ফোন দেয়ার পর কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশ আসার সংবাদ পেয়ে ভিকটিমের স্বামী জহিরসহ পরিবারের সকলে বাড়ী থেকে পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, আদালতের নির্দেশনা পেয়ে গৃহবধূ ফারজানা হত্যা মামলাটি রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসকে