আজ জিতলেই সেমি ফাইনাল নিশ্চিত হবে ভারতের। তবে হারলে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য জয় আরও বেশি প্রয়োজন। অজিরা এই ম্যাচে হারলে সেমিতে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে।
সোমবার (২৪ জুন) এমন হাইভোল্টেজ ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ফলে আগে ব্যাটিং করবে ভারত।
এই ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। অন্যদিকে একাদশে এক পরিবর্তন এনেছে অজিরা। আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকা মিচেল স্টার্ক ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন অ্যাস্টন আগার।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
বিএইচ