Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ফেনীতে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ উদ্বোধন

২৬ জুন, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
ফেনীতে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ উদ্বোধন
ফেনী প্রতিনিধি :

ফেনীতে অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ একরাম উদ্দিন। এসময় উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ উপস্থিত ছিলেন।

শ্রমিকের উচ্চমূল্য ও গতানুগতিকভাবে চাষাবাদে সময় বেশি লাগায় কৃষিকে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়তে শুরু করছে। এতে ফসল উৎপাদনে সময় এবং অর্থের সাশ্রয় হচ্ছে কৃষকদের। আমন ধান রোপণ করতে ব্যবহার করা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে। মাঠে গিয়ে দেখা যায় এই মেশিন সারি সারি ভাবে ধানের চারা লাগানো হচ্ছে। অন্যদিকে ট্রেয়ের মাধ্যমে বীজ তলা করা হয়েছে সেখান থেকে ধানের চারা আনা হচ্ছে। ফলে একদিকে যেমন ঝামেলা থাকছে না অন্যদিকে দূর হচ্ছে শ্রমিকসংকট।

স্থানীয় কৃষক মাকসুদ আলম বলেন, আমি প্রবাস থেকে এসে কৃষি কাজে সাথে যুক্ত হই। কিন্তু শ্রমিক সংকটের কারণে এলাকার অনেক কৃষকের জমিই অনাবাদি রয়ে গেছে। কৃষি অফিসের সহযোগিতায় আমি সরকারের ভর্তুকিতে একটি রাইস ট্রান্সপ্লান্ট মেশিন নিয়েছি। আমি নিজের জমিতে ধানের চারা লাগানোর পর অন্যের জমিতে লাগিয়ে দিই।

কৃষি উদ্যোক্তা একরাম উদ্দিন বলেন, আমরা গত বার ৫০ একর জমি সমলয় পদ্ধতিতে চাষাবাদ করে এবার নিজ উদ্যোগে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চাষাবাদ করছি। এ পদ্ধতিতে চাষাবাদ করলে সল্প খরচে অধিক লাভ হবে বলে আশাকরছি।

স্থানীয় উপ সহকারী কৃষি অফিসার আশ্রাফ হোসেন পাটোয়ারী বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে সোনাগাজী কৃষক ফল পাচ্ছে এবং ব্যবহারও বাড়ছে। আমরা আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করে আসছি।

উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ বলেন, গতবার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড় ধলী ৫০ একর জমি বাছাই করে স্থানীয় কৃষকদের নিয়ে সমলয় চাষাবাদ করে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ উদ্যোগে কৃষক একরাম উদ্দিন ও মাকসুদ আলম নামের ২ জন কৃষক ৪ একর জমিতে কৃষি অফিসের তত্ত্বাবধানে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করছে। এতে করে চাষাবাদে শ্রমিক ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

এসকে

শেয়ার