Top

আইকন গ্রুপের এমডি নুরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৪ জুলাই, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
আইকন গ্রুপের এমডি নুরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুদকের অনুসন্ধান চলমান থাকায় আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল হুদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।

অভিযুক্ত নুরুল হুদা নাটোরের বড়াইগ্রাম উপজেলার হারোয়া গ্রামের মোঃ শামসুদ্দোহার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এদিন দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল হুদার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি জনাব মোঃ নুরুল হুদা সম্প্রতি বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

বিএইচ

শেয়ার