Top
সর্বশেষ
২০২৪ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩৪ কোটি টাকা সাত দেশ থেকে ১৪ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ পড়েন: জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব: প্রধান উপদেষ্টা চরম সংকটেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খরচ বিলাস তাপমাত্রা আরও কমে শীত তীব্র হওয়ার সম্ভাবনা দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, খসড়া তালিকা প্রকাশ ইসরায়েলি বর্বরতা: ৬ শতাংশ কমেছে গাজার জনসংখ্যা মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় গোলাগুলি, শিশুসহ নিহত ১০ মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১০৫ অবৈধ অভিবাসী আটক

আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

০১ নভেম্বর, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ
আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ সূচকে আজ ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার সকাল ৯টায় বিশ্বের ১২১টি শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। এ সময় বাতাসের আইকিউ স্কোর ছিল ১৮১।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পশ্চিম নাখালপাড়া সড়কে। একিউআই সূচকে ৪০৭ স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এর পরেই রয়েছে মহাখালীর আইসিডিডিআরবি এবং তেজগাঁও শান্তা টাওয়ার এলাকা। এই দুই এলাকার বাতাসের স্কোর ২৮৬ এবং ২৪৬, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

সকাল ৯টায় বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি।

শহরটির আইকিউ স্কোর ৩৪৮, যা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ভিয়েতনামের হ্যানয় এবং ইরাকের বাগদাদ।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে

শেয়ার