চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পাবনা ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে অবস্থান নেয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।
এদিকে কোটা আন্দোলন ইস্যুতে আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এসকে