Top
সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট

০৯ আগস্ট, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতা সামসুজ আমান চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। গত বুধবার (৭আগস্ট) দুপুর ২টার সময় জেলা শহরের ৭৪৭/১ পূর্ব মেড্ডায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তদের হামলায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী জিকরা চৌধুরী (২৭) ও তিন বছর বয়সী ছেলে সন্তান আহত হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।সামসুজ আমান চৌধুরীর স্ত্রী জিকরা চৌধুরী বলেন, ‘এক থেকে দেড় শতাধিক মানুষ আমাদের বাসার দরজা ভেঙে প্রবেশ করে এবং বাসার সব জিনিসপত্র ভেঙে আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যায়।

তখন আমি বাঁধা দিলে দুর্বৃত্তরা আমাকে মারধর করে, আমার সন্তানকে থাপ্পড় মারে।মিনিমাম ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে সামসুজ আমান চৌধুরী মুঠোফোনে প্রতিবেদককে বলেন, ‘গত ১৬ বছর আমি ছাত্রলীগের রাজনীতি করেছি। বর্তমানে আমি যুবলীগের রাজনীতি করছি। দুর্বৃত্তরা যখন আমার বাড়িতে আক্রমণ করে তখন আমি চিকিৎসার জন্য ভারতের চেন্নাই ভেলুর ছিলাম। মানুষ এত হিংস্র হতে পারে পৃথিবীর ইতিহাসে সত্যিই তা বিরল ঘটনা। আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে তারা মারধর করেছে এবং আমার ৩ বছরের সন্তান কেও তারা ছাড় দেই নি। কি অপরাধ আমার, রাজনীতি করা কি অপরাধ। আমি তার তীব্র নিন্দা জানাই। সেই সাথে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

এসকে

শেয়ার