Top

নতুন দুটি জাহাজের যাত্রা শুরু মেঘনা গ্রুপের

১১ মার্চ, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ
নতুন দুটি জাহাজের যাত্রা শুরু মেঘনা গ্রুপের

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আরও দুটি জাহাজ সমুদ্রে যাত্রা শুরু করেছে।

বুধবার (১০ মার্চ) আল্ট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ার এম. ভি মেঘনা প্রিন্সেস ও এম. ভি মেঘনা অ্যাডভেঞ্চার নামে ২টি সমুদ্রগামী  জাহাজের শুভ উদ্বোধন করা হয় চট্টগ্রাম বন্দরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমোডর আবু জাফর মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। বুধবার মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নদী ও সমুদ্রপথে পণ্য পরিবহনের সুবিধার্থে ৮টি সমুদ্রগামী জাহাজসহ প্রায় ১৪৫টি জাহাজের বিশাল বহরের পাশাপাশি সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত এম. ভি মেঘনা প্রিন্সেস ও এম. ভি মেঘনা অ্যাডভেঞ্চার সংযুক্ত হলো।

এর প্রতিটি জাহাজ প্রায় ৬৩ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন। জাপানের বিখ্যাত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওশিমা শিপবিল্ডিং কো. লিমিটেড জাহাজ ২টি নির্মাণ করেছে। এতে আরও বলা হয়, এ ধরনের বাল্ক ক্যারিয়ারের প্রতিটিতে প্রায় ২১ জন নাবিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

উপরন্তু চার্টার্ড ভেসেলের তুলনায় লোয়ার ফ্রেইটের সুবিধা নিজস্ব মালিকানাধীন জাহাজ পেয়ে থাকে বিধায় এর সামগ্রিক প্রভাব পণ্যে পড়ে থাকে। এতে পণ্যের প্রতিযোগিমূলক মূল্য বজায় থাকে। তাছাড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে।

শেয়ার