Top
সর্বশেষ

‘বিএনপি নেতৃবৃন্দ-আলেম ওলামা হিন্দুদের পাশে আছে’

১৩ আগস্ট, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
‘বিএনপি নেতৃবৃন্দ-আলেম ওলামা হিন্দুদের পাশে আছে’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

‘মাঝে মধ্যে বিএনপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ উঠে কিংবা উঠানো হয়। আমরা মনে করি বিএনপি সেটা কখনো লালন করে না। এটা আপনারা প্রমাণ পেয়েছেন। এখানে কুরআন এবং গীতা পাঠ হয়েছে। রাধামাধব আখড়াতে একটি সভায় আমরা কোরআন তেলওয়াতের সুযোগ করে দিয়েছিলাম। হেফাজত নেতার ফোন পেয়ে জেফতের অনুষ্ঠান থেকে এসে মুসলিম ব্যক্তিকে রক্ত দিয়েছি এবং মুসলিমও হিন্দুদের রক্ত দিয়েছে। এর চেয়ে বড় সম্প্রীতির উদাহরণ আর কি হতে পারে। আমরা এই সম্প্রীতিটা লালন করি। এই কয়েকদিন বিএনপি নেতৃবৃন্দ যে ভাবে হিন্দু সম্প্রদায়কে সহযোগিতা করেছেন, আগলে রেখেছেন, যোগাযোগ করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই। বিএনপি নেতৃবৃন্দ আমাদের পাশে আছে। আলেম ওলামা আমাদের পাশে আছে। রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে তারা। সুতরাং আমাদের কোনো ভয় নেই। গুজব ছড়ানো হচ্ছে,আপনারা কোনো গুজবের প্রতি একদমই কান দেবেন না।’

সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া ও মতবিনিময় অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এসব কথা বলেন। স্বৈরাচার পতন আন্দোলনে সকল শহীদদের স্মরণে দোয়া ও দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি নেতা আলহাজ মো: কবীর আহমেদ ভূঁইয়া’র নির্দেশনায় এ দোয়া ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়া এবং অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূইয়া।

বিএনপি নেতৃবৃন্দ বলেন, আখাউড়াতে একই সাথে মুসলমানদের কবরস্থান রয়েছে এবং পাশাপাশি হিন্দু মারা গেলে দাহ করার জন্য শ্মশান রয়েছে। সকালে আযানের ধ্বনি শুনে হিন্দুদের যেমন ঘুম ভাঙ্গে তেমনি হিন্দুদের তোপধ্বনিতে মুসলমানের ঘুম ভাঙ্গে। এর চেয়ে বড় সম্প্রীতির উদাহরণ আর কিছু হতে পারেনা।এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যবদ্ধভাবে বসবাস করে। তাদের জানমালের রক্ষা করা সকলের কর্তব্য। একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য গুজব রটাচ্ছে। যাদের জীবনের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থাসহ দ্রুত সুস্থতা কামনা করছি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আকতার খাঁন, উপজেলা বিএনপির সদস্য জালাল উদ্দিন জালু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন ঘোষ, রাধামাধব আখড়ার সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক জুটন বণিক, বিএনপি নেতা হারুনুর রশিদ ভূইয়া, বাহার মিয়া, হাজী জালাল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৩-৪শত নেতাকর্মী।

এসকে

শেয়ার